বাংলাদেশ নাট্য ফেডারেশনের আয়োজন ১০ মিনিটের নাট্যৎস অনুষ্ঠানে নাট্যচক্র গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জ এর প্রযোজনায় দুঃখবতী পৃথিবী মঞ্চস্থ করা হয়েছে।
গতকাল ৯ জুন শুক্রবার বিকাল ৩ টার দিকে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ঋত্বিক নাট্যপ্রান লিয়াকত আলী লাকী।
নাটকটি রচনা করেছেন রাশিদুল কবির খোকন, নির্দেশনায় ছিলেন ইমরান মুরাদ।
১০ মিনিটের নাটকে নাট্য অভিনেতারা
রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্বে যে অস্থিরতা বিরাজ করছে তার চিত্র তুলে ধরেন।
নাটকটিতে অভিনয় করেন ইমরান মুরাদ, প্রদিব সাহা, আলম শেখ, মুঞ্জুরুল আলম রুবেল, আশরাফুল ইসলাম জয়, মিউজিকে ছিলেন নাট্যচক্র গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জের সদস্য উৎস।