
মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:-
মঙ্গলবার সন্ধ্যায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কে বাগআচড়ায় ইঞ্জিনচালিত ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও একজন গুরুত্বর আহত হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন যশোরের শার্শা উপজেলার বাগআচড়া বাকুড়ে গ্রামের হাফিজুরের ছেলে মামুন (২৬) ও ভ্যান চালক আলমগীর (২২)। আশংকাজনক অবস্থায় আহত আনিছকে বাগআচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত মামুনের চাচা রফিকুল জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তারা এলাকার বেলতলা থেকে ভ্যানযোগে চারা বটতলায় চা খাওয়ার উদ্দেশে রওনা হয়। নাভারন-সাতক্ষীরা সড়কের বাকুড়ে বেলতলা পৌছুলে নাভারন মুখি আফিল গ্রুপের একটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে ইঞ্জিনচালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক আলমগীর ঘটনা স্থলে নিহত হয়। মামুন ও আনিছ গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মামুনের অবস্থা খারাপ হলে রাত সাড়ে ৯টায় যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টায় মামুন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত আনিছ বাগআচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।