
ঢাকার দোহার উপজেলার নারিশা বাজারে ৭নং ওয়ার্ড বাসীর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন করা হয়। শনিবার বিকাল ৫টায় নারিশা বাজারের জমাদ্দার মার্কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহেবুব কবীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, ববঙ্গবন্ধু মানে স্বাধীন বাংলাদেশ। তিনি অমর, তিনি চিরঞ্জীবী। বঙ্গবন্ধু বেঁচে থাকবে বাংলাদেশের ১৬কোটি মানুষের অন্তরে।
পরে আলোচনা শেষে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম বাবু বেপারী, মাওলানা আবু বকর হাসান, মো. আলিম মোল্লা প্রমুখ।