নয়া আলো ডেস্কঃ- নারীর জীবনমান উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক।
বুধবার নগরীর ৯, ১২, ১৪, ২২, ২৩, ২৪, ২৭ ও ২৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভার বক্তব্যের তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।
তালুকদার আব্দুল খালেক তাঁর নির্বাচনী প্রচারণায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বাধীন সরকার কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আগের যেকোনো সময়ের চেয়ে নারীরা এখন কর্মক্ষেত্রে বেশি সুযোগ-সুবিধা গ্রহণ করছে। নানা পেশায় কাজ করে তারা নিজেদের আর্থিক অবস্থা পাল্টাচ্ছেন। আমি নির্বাচিত হলে নারীদের জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের সুযোগ করবো।’
নির্বাচনী প্রচারণার সময় তালুকদার আব্দুল খালেকের সঙ্গে ছিলেন– খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান মনি, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।