
বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল জেলার গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের ইঞ্জিনিয়ার সালেহ উদ্দিন এর কনিষ্ঠা কন্যা গৌরনদী উপজেলার কৃতিসন্তান সারাফা ফারিহা রাইসা মালয়েশিয়া থেকে কৃতিত্বপূর্ণ রেজাল্ট করে এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেছে। বেসরকারি বিমান রিজেন্ট এয়ারওয়েজ তার বহরে সংযোজন করতে যাচ্ছে বোয়িং ৭৩৭-৮০০। এ বিমানটি চায়না থেকে আনা হচ্ছে। এর টেকনিক্যাল ইন্সপেকশন এর জন্য সিএএবি’এর সাথে রিজেন্ট এর প্রতিনিধি হিসেবে আছেন বাংলাদেশের প্রথম নারী এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার সারাফা ফারিহা রাইসা । সালেহ উদ্দিন’এর দুই মেয়ের ভিতরে সারাফা ফারিহা রাইসা ছোট। তার মাতা একজন আদর্শ গৃহীনি। রাইসা মনবল ও তার মাতা-পিতার উৎসাহ নিয়ে আজ এই কৃতিত্ব অর্জন করেছে। রাইসা জানায়, তার ছোট বেলা থেকে ইচ্ছা ছিলো একদিন সে বিমানের ইঞ্জিনিয়ার হবে। একজন নারী হয়ে বহুকষ্টে আজ এই কৃতিত্ব অর্জন করেছে। তাই সে আজ দেশবাসীর সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছে। সে যেন তার দায়িত্ব ভাল ভাবে পালন করে যেতে পারে।