৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • নারী শিক্ষায় অনন্য অবদানের জন্য পুরস্কার পেলেন কুড়িগ্রাম পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম




নারী শিক্ষায় অনন্য অবদানের জন্য পুরস্কার পেলেন কুড়িগ্রাম পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০১৮, ১৮:২১ | 711 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
শতবর্ষের অধিককাল সময় জেলায় নারী শিক্ষায় অনন্য অবদানের জন্য পুরস্কার পেয়েছে জেলা সদরের অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম।
সম্প্রতি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে“সলিডারিটি সম্মাননা পুরস্কার-২০১৮” প্রদান করেন-কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রফিকুল ইসলাম সেলিম। সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) খলিলুর রহমান, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
নারী শিক্ষায় বিগত শতাধিককাল যাবত জেলা শহরে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় যথেষ্ট অবদান রেখে আসছে। এ বিদ্যালয়ের অনেক কৃতি ছাত্র- ছাত্রী যারা এখন দেশ বরেণ্য খেলোয়াড়সহ প্রশাসনের সর্বোচ্চ স্তরে এবং বিভিন্ন বিভাগে উচ্চপদে অধিষ্ঠিত রয়েছেন। পাশাপাশি বিদ্যালয়ের পড়াশুনার মানোন্নয়ন, স্যানিটেশন ব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং সার্বিক উন্নয়নে অনেক অবদান রেখে আসছে এ প্রতিষ্ঠানটি। ইতোপুর্বে শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET