কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলামঃ- ৮ ফেব্রুয়ারি বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে নাশকতার অভিযোগে কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীসহ ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীর মধ্যে ১৮ জন বিএনপি ও ২ জন জামায়াতের নেতাকর্মী বলে জানায় পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৯ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীসহ ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় থানা আমির ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানসহ জামায়াতের ২ জন ও বিএনপি’র একজনকে, ফুলবাড়ি উপজেলায় উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মন্ডলসহ বিএনপি’র ২জন, রাজারহাটে বিএনপি’র ২জন, উলিপুরে বিএনপি’র ৩জন, নাগেশ্বরীতে বিএনপি’র ২জন, ভুরুঙ্গামারীতে বিএনপি’র ২জন, চিলমারীতে বিএনপি’র একজন, রৌমারীতে ২ জন ও নাগেশ্বরীর কচাকাটায় বিএনপি’র ২ জনসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার অফিস সুত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে।