৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • যশোর রোডের শতবর্ষী দুই সহস্রাধিক গাছ কেটে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন




যশোর রোডের শতবর্ষী দুই সহস্রাধিক গাছ কেটে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০১৮, ২২:৩৮ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ-  মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত যশোর রোডের শতবর্ষী দুই সহস্রাধিক গাছ কেটে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ২টায় পরিবেশ ক্লাবের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বাদাম তলায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক এনায়েত উল্লাহ কৌশিকের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের শিক্ষক শহীদ মল্লিক, আইন বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান, সোহরাব হোসেন, রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষক সালেহিন, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ,  পরিবেশ ক্লাবের সভাপতি মুন্নি আক্তার, কালের কন্ঠ শুভ সংঘ গণবি শাখার সভাপতি রানা মিত্র প্রমুখ উপস্হিত ছিলেন।
আইন বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘শতবর্ষী এই গাছগুলো বাংলাদেশের ইতিহাসের সাক্ষী। তাছাড়া একসাথে এতগুলো গাছ কেটে ফেললে তা পরিবেশের উপরও বিরুপ প্রভাব ফেলবে।
সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের শিক্ষক শহীদ মল্লিক বলেন, দুইপাশে না বাড়িয়ে গাছগুলোকে বাঁচিয়ে একপাশে রাস্তা বাড়ানো যায় কিনা আমরা সে দাবি জানাই। যশোর রোডের ভারতের অংশে গাছ বাঁচিয়েই কিন্তু লেন বাড়ানো হয়েছে।
পরিবেশ ক্লাবের সভাপতি মুন্নি আক্তার জানান, এ সড়কের দু’পাশে ৫০ ফুটের মতো খালি জায়গা রয়েছে। ফলে তা ব্যবহার করলে গাছ রেখেই রাস্তা চার লেনে উন্নীত করা সম্ভব। আর গাছ কাটার এই অযৌক্তিক সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই।’

তবে সরকারি সিদ্ধান্ত যাই হোক, শিক্ষার্থীদের দাবি মহাসড়কটির দু’পাশে পুরনো গাছগুলো টিকিয়ে রেখে রাস্তা প্রশস্ত করা হোক। আর তা করা হলে একদিকে যেমন ঐতিহ্যবাহী গাছগুলো টিকিয়ে রাখা যাবে, তেমনি মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা।

উল্লেখ্য; ২০১৭ সালের ২১ মার্চ একনেকের সভায় ৩২৮ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে যশোর-বেনাপোল জাতীয় সড়কের (দড়াটানা-বেনাপোল পর্যন্ত) ৩৮ দশমিক ২ কিলোমিটার সড়ক যথাযথমানে প্রশস্তকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী ‘মহাসড়কের প্রস্থ ৭ দশমিক ৩ মিটার থেকে বৃদ্ধি করে ১০ দশমিক ৩ মিটার করা হবে। একই সঙ্গে সড়কের উভয় পাশে ১ মিটার করে মাটির জায়গা রাখা হবে। এতে সড়কের প্রস্থ দাঁড়াবে ১২ দশমিক ৩ মিটার। সব মিলিয়ে রাস্তার দুই পাশে পাঁচ মিটার সম্প্রসারণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে মহাসড়কের উভয় পাশের মোট ২ হাজার ৩১২টি গাছ কাটতে হবে।
সর্বশেষ গত ৬ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় যশোর-বেনাপোল সড়ক যথাযথমানে নির্মাণ ও প্রশস্তকরণের সুবিধার্থে রাস্তার দুই পাশের এই গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET