নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী ঘটনার জের ধরে ভিটাডুবি গ্রামে কাইয়ুম মেম্বারের বাড়িতে এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা অভিযোগ করে জানায়, ঘটনার রাতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর ব্যানার ছেড়াঁর অভিযোগ এনে প্রতিপক্ষের লোকজন বিএনপি সমর্থিত কাইয়ুম মেম্বারের বাড়িতে তিনটি বসত ঘরে হামলা ও লুটপাট চালিয়ে কাইয়ুম মেম্বার,রুপা মিয়া ও দুলাল মিয়ার ঘরে থাকা নগদ টাকা,স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা প্রতিপক্ষের অভিযোগটি সাজানো নাটক দাবি করে জানায় কাইয়ুম মেম্বারের লোকজন আমাদের দলীয় প্রার্থীর মাইক ও ব্যানার ছিড়ে ফেলে দিয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।