নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিজয়ী আবদুস শহীদ মেম্বার ও পরাজিত দুই মেম্বার প্রার্থী রহমত আলী এবং আহাদ মিয়ার সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতার জের ধরে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর,লুটতরাজ ও মহিলাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় দুই পক্ষই থানায় মামলা দায়ের করেছে। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুনিয়াউক ইউপির নিবার্চনে চিতনা গ্রামের আবদুর শহিদ ও রহমত আলী এবং আহাদ মিয়া ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে রহমত আলী ও আহাদ মিয়া পরাজিত হয়। নির্বাচনে পরাজয়ের জন্য একে অপরকে দোষারুপ করে এর জের ধরে গত রবিবার বিজয়ী আবদুস শহীদ মেম্বার সমর্থকদের সাথে দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন বিজয়ী আবদুস শহীদ মেম্বারের বাড়ির কাদির মিয়া,জামাল মিয়া,আইয়ুব মিয়া,অহিদ মিয়া,রুহুল আমীন ও আহাদ মিয়ার বসতঘর, আসবাবপত্র ভাংচুর,নগদ টাকা,স্বর্ণালংকার ও গরু লুটপাট করে প্রায় ৬ লাখ টাকার ক্ষতিসাধন করে । সংঘর্ষে গুরুত্ব আহত ফেরু মিয়াকে (৩২)জেলা সদর হাসপাতালে ও অন্যদিকে লাভলী আক্তারকে(১০) ঢাকায় প্রেরণ করা হয়েছে। নাসিরনগর থানার এস আই কাউসার আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানায় দুই পক্ষই থানায় মামলা দায়ের করেছে ।