নাসিরনগর প্রতিনিধি- স্লিপ বিদ্যালয় পর্যায়ে প্রণীত একটি উন্নয়ন পরিকল্পনা যা মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় বিদ্যালয়ের শিখন শেখানো ও শিক্ষার পরিবেশ উন্নয়নের মাধ্যমে শিক্ষার সামগ্রীক মানোন্নয়ের জন্য তিন বছর মেয়াদি একটি আবর্তক পরিকল্পনা গ্রহন করা হয়। এই পরিকল্পনার আওতায় উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে নাসিরনগর উপজেলার প্রথম পর্যায়ে ৩২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,এসএসসির সদস্য,পিটিএ’র সদস্য ও সহকারি একজন পুরুষ এবং একজন নারী শিক্ষকের অংশগ্রহনে“বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা(স্লিপ)গাইড লাইন” শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ আজ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। নাসিরনগর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় চত্বরে কোর্সে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ ভুইয়া, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,উপজেলা রির্সোস কর্মকর্তা শাহজাহান ভুইয়া,সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল আউয়াল, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমূখ।