ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি-
২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর পরই গনসংযোগ আর প্রচারণায় কর্মী-সমর্থক নিয়ে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। আজ শনিবার সরেজমিনে গোর্কণ ইউনিয়ন ঘুরে দেখা গেছে, গোর্কণ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ রহমত আলী মোটরসাইকেল প্রতীকের প্রচারণায় কর্মী-সমর্থক নিয়ে ভোটারদের দোয়া,কুশল বিনিময় করছেন। গণসংযোগকালে তিনি বলেন আমি মানুষের সেবা করতে চান। এ ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগনের সেবা করার ব্রতনিয়ে আসন্ন নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ রহমত আলী বলেন নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের অবহেলিত জনপদকে উন্নয়ন ও ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে প্রার্থী হয়েছি। আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই। তিনি আরও বলেন সবদলের লোকজন আমাকে সমর্থন করেছে এবং আল্লাহ‘র রহমতে জনগণ আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নিবার্চিত করবে এমনটাই প্রত্যাশা করছি। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ রহমত আলী গোর্কণ ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকল ভোটারদের প্রতি আহবান জানান এবং সকলের দোয়া কামনা করেন। তিনি প্রতিদিন গোর্কণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাটে-বাজারে,পাড়া-মহল্লায় ভোটার ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যাপকভাবে গণসংযোগ করছেন।