নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥
নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগ বুধবার ‘আওয়ামী লীগ মনোনীত কুন্ডা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াছ আলীর সমর্থনে নৌকা প্রতীকের এক শোভাযাত্রা শেষে আন্দ্রাবহ গ্রামে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি সবুর মিয়ার সভাপতিত্বে অঞ্জন কুমার দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃঅবঃ গোলাম নূর,কুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ লতিফ হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান পান্না,বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন,উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছিরউদ্দিন রানা, কুন্ডা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল জলিল ভুইয়া, সেলিম মোল্লা,আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, এজেডএম ইমাম রেজা,ছাত্রলীগ নেতা মুস্তাক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন কুন্ডা ইউনিয়নের নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ ওয়াছ আলী ।আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ডাঃ সোহরাব মিয়া,মুজিবুর রহমান,মোস্তাক আহমেদ,বদর মিয়ারসিদ মেম্বার,হাজী সিরাজ মিয়া,বাছির মিয়া,জজ মিয়া ও ছাত্রলীগ সভাপতি জাসুক ভুইয়া প্রমূখ।