
এম.মনসুর আলী- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শতভাগ বাল্য বিয়ে মুক্ত উপজেলা ।আর এর নিরানন্বই ভাগ অবদান চট্টগ্রাম বিভাগের শেষ্ঠ সরাইল উপজেলা নির্বাহীকর্মকর্তা শ্রদ্ধেয় সৈয়দা নাহিদা হাবিবার।উপজেলার যেখানেই বাল্য বিয়ে সেখানেই তাঁর হস্তক্ষেপ।রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিনি ছুটে যান ভৌগলিকভাবে বিচ্ছিন্নগ্রামগুলোতে।গত কিছুদিন পূর্বে উপজেলার কুট্টপাড়া উচ্ছ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোস্তকিমা(১৫) এবং সপ্তম শ্রেণির ছাত্রী সুমনা বেগমের(১৩) বাল্যবিয়ে তিনি কঠোর হস্তে বন্ধ করেন এবং আগামী তিন বছরের আগে এই মেয়েদের বিয়ে দিবেন না মর্মে অভিভাবকদের অগ্ঙীকার নামায় স্বাক্ষর নেন। যদিদেশের ৪৮৯উপজেলার প্রত্যেক নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধেয় সৈয়দা নাহিদা হাবিবার মতো বাল্য বিয়ে বন্ধে কঠোর পদক্ষেপ নিতো তাহলে বাংলাদেশ বিশ্ব দরবারেবাল্য বিয়ে মুক্ত দেশ হিসেবে গৌরব অর্জণ করতো।তাই বলতে চাই-শ্রদ্ধেয় সৈয়দা নাহিদা হাবিবার মতো ,সবাই যদি হতো! দেশে বাল্য বিয়ে বন্ধ হতো।
এম.মনসুর আলী
অরুয়াইল ,সরাইল ,ব্রাহ্মণাবাড়িয়া