জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ন্যান্সি। গত ৪ মে তৃতীয়বারের মতো কন্যাসন্তানের মা হন তিনি। নতুন অতিথি আলিনা জাফরিনকে পেয়ে আনন্দে দিন কাটছিল ন্যান্সি-জায়েদ দম্পতির। কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে ন্যান্সির তৃতীয় কন্যাসন্তান।
১৭ দিনের মাথায় শনিবার সকালে সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ক্ষণিকের এই অতিথি।
এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘জন্মের পর থেকেই ওর নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। যার জন্য ওকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। কিন্তু এতেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দুটি অস্ত্রোপচার করা হয়। তবু ওকে ফেরানো গেল না। আসলে আপনাদেরও যেমন কিছু বলার নেই তেমন আমারও নেই। তবে সবাই আলিনার জন্য দোয়া করবেন।’
জাফরিনের মরদেহ নিয়ে ঢাকায় অবস্থান করছেন তার পরিবার। খুব তাড়াতাড়ি ময়মনসিংহের পথে রওনা হবেন তারা। আর সেখানেই তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
ন্যান্সির রোদেলা ও নায়লা নামে আরো দুই মেয়ে রয়েছে।