বাংলাদেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন দেশে বেশ কয়েকবার একেত্র গান করলেও দেশের বাইরে এক মঞ্চে দেখা গেছে মাত্র একবার।
কাতারে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে একসঙ্গে গান করেছিলেন দেশের গুণী দুই শিল্পী। সেখানে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের সাথে আরো অনেক শিল্পী ছিলেন।
এবার শুধু এই দুই শিল্পীকে নিয়েই ‘শোটাইম মিউজিক’ আয়োজন করেছে বিশেষ কনসার্ট। নিউ ইয়র্কের জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটরিয়ামে ১৫ মে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
‘রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন লাইভ ইন কনসার্ট উইথ সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে আয়োজিত এ কনসার্টে নিজেদের জনপ্রিয় গানের পাশাপাশি শ্রোতাদের অনুরোধের গানগুলোও গেয়ে শোনাবেন বরেণ্য এই দুই শিল্পী।
দেশের বাইরে আয়োজিত এ কনসার্ট প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘শুধু আমাদের দুজনকে নিয়ে দেশের বাইরে এ ধরনের আয়োজন এটাই প্রথম। আশা করি কনসার্টটা সবাই এনজয় করবেন।’
কনসার্টের আয়োজক শোটাইম মিউজিকের চেয়ারম্যান আলমগীর খান বলেন, ‘অনেক দিন ধরে আমরা এর পরিকল্পনা করে আসছিলাম। অবশেষে সফল হয়েছি। আমাদের সব ধরনের প্রস্তুতিই সম্পন্ন।’ কনসার্টের দু-এক দিন আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছবেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। তাদের সঙ্গে যাবেন একদল যন্ত্রশিল্পী।