জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির জন্য দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিকট বিশেষভাবে দোয়া করার আবেদন জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার সকালে মাওলানা নিজামীর রিভিউ শুনানি শেষে আগামী বৃহস্পতিবার রায় ঘোষণা দিন নির্ধারণ করেছে।
এরপর মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই সাজানো মিথ্যা মামলায় মাওলানা নিজামীকে বন্দী করে রেখেছে।’
বিবৃতিতে বলা হয়, ‘মাওলানা নিজামী রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার। সরকার শতাব্দীর নিকৃষ্টতম মিথ্যার আশ্রয় নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা, বায়বীয় অভিযোগে ষড়যন্ত্রমূলকভাবে মামলা সাজিয়েছে। সরকারের দলীয় লোকদের দিয়ে সাজানো বানোয়াট সাক্ষীর মাধ্যমে তার জীবনহানির গভীর ষড়যন্ত্র চলছে।’
‘এই অবস্থায় যাতে মহান আল্লাহ তাকে ন্যায় বিচার প্রাপ্তির ব্যবস্থা করে দেন সে জন্য আমরা আমাদের মহান মনিবের সাহায্য চাই। মাওলানা নিজামীর মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য আমি দেশে ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভাই-বোনদের প্রতি বিশেষভাবে আবেদন জানাচ্ছি,’ বিবৃতিতে বলেন মকবুল আহমাদ।