নিজেকে চেনো
রুমানা আক্তার রত্না
রাত্রি বেলা আকাশ পানে
উঠলো হাজার তারা,
জীবন থেকে হারিয়ে গেলো
একটি রঙিন বেলা।
ঘুম ভাঙলে উঠবে জেগে
দেখবে রঙিন আলো,
কারো প্রতি থাকলে রেগে
তাকে ক্ষমা করো।
অতীতের সব ত্রুটি ভুলে
জীবনটা-কে গড়ো,
পাছের কথায় কান দিওনা
লক্ষ্য আকড়ে ধরো।
তুমিও হবে অনেক বড়
নিজেকে আগে চেনো।
পরিচিতি:
নাম: রুমানা আক্তার রত্না
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ।
Please follow and like us: