বিনা কারণে কারাবন্দিদের আইনি সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
অনুষ্ঠানে লিগ্যাল এইড কল সেন্টার জাতীয় হেলপলাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর ফলে ১৬৪৩০ নম্বরে ডায়াল করে বিনামূল্যে পাওয়া যাবে যেকোনো ধরনের আইনি পরামর্শ।
প্রধানমন্ত্রী বলেন, এমন অনেকেই আছেন যারা বিনা করণে বছরের পর বছর জেলে বন্দি রয়েছেন, তারা নিজেরাই জানেন না তাদের অপরাধ কী। এসব মানুষদের বিনা মূল্যে আইনি সহায়তা দিলে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে আইনি সহায়তা নিশ্চিত করতে চায় সরকার।
প্রধানমন্ত্রী বলেন, দুঃস্থ মানুষকে সহায়তা করতে হবে। সমাজের বিভিন্ন প্রান্তে বহু অসহায় মানুষ আছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের টার্গেট।
তিনি বলেন, অসহায় ও দুঃস্থ মানুষদেরকে বিনা খরচে সহায়তা দেয়া হবে। আমরা চাই দেশ সুষ্ঠুভাবে চলুক, দেশে আইনের শাসন আরো জোরদার হউক, সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হউক।
তিনি আরো বলেন, উন্নয়ন কেবল রাজধানীভিত্তিক হলে চলবে না। আমরা উন্নয়নকে তৃণমূলে নিয়ে যেতে চাই। আমরা আয়ের বৈষম্য দূর করতে চাই। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। রাজধানীর বস্তিবাসী যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে সে দিকে কাজ করে যাচ্ছে সরকার।
বাংলাদেশ আর কখনো নিম্নে থাকব না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমরা কারো কাছে ভিক্ষা চাই না। হ্যা, আমরা ধার নেই- তবে তা সুদে আসলে ফেরত দেই।