মনিরুল ইসলাম মনির :মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর দেড়টায় ভোট দিতে আসে রায়মনি বিশ^াস (৯৭)। নিজে চলতে পারেন না, অন্যের কোলে চড়ে নিজের মত প্রকাশ করতে আসেন এ ভোট কেন্দ্রে। নিজের মত প্রকাশ করতে পেরে তিনি আনন্দিত। রায়মনি বিশ^াস বলেন, আর কোন দিন ভোট দিতে পারবো কিনা জানিনা। দীর্ঘদিন পরেও হলেও নিজের ভোট নিজে দিয়েছি। নিজের মত প্রকাশ করতে পেরে তিনি আনন্দিত। তিনি আরো জানান, ভবিষ্যতেও যাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। যাতে করে তার মতো বয়োজ্যৈষ্ঠরা যাতে নিজের মত প্রকাশ করে ভোট দিতে পারেন। তার বাড়ী দক্ষিণ শিবপুর গ্রামে এবং স্বামী মৃত অতুল বেপারী।