১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নির্বাচনের দিন তারিখ ঘোষণায় চরম ক্ষুব্ধ মংলাবাসী।




নির্বাচনের দিন তারিখ ঘোষণায় চরম ক্ষুব্ধ মংলাবাসী।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৮ ২০২১, ১৯:২৬ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ২১শে জুন ইউপি নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করায় চরম ক্ষুব্ধ হয়েছে মংলা উপজেলার সকল শ্রেণী ও পেশার মানুষ। বর্তমানে করোণার হটস্পট বাগেরহাটের মংলা। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা এলাকায় করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে প্রশাসন পরবর্তী আরো ৭ দিন লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে। নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ আনসার ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। আক্রান্তের হার প্রায় ৭০ এর কাছাকাছি। একটি পৌরসভা ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ৫৬৪ বর্গমাইলের এই উপজেলায় বসবাস প্রায় ২ লক্ষ মানুষের। ঘনবসতি ও ভৌগোলিক অবস্থা বিবেচনা করে কোন অবস্থাতেই নির্বাচন মেনে নিতে পারছে না মংলাবাসী।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক মোঃ নুর আলম বলেন, নির্বাচন একটা উৎসব আগামী ২১শে জুন মংলায় নির্বাচন দেওয়া হলে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতিতে ভয়াবহ রূপ নিতে পারে, যা পরবর্তীতে মোকাবেলা করা সরকারের পক্ষে সম্ভব হবে না।
মংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, করণা সংক্রমণ হ্রাস করতে মংলাকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। এ অবস্থায় নির্বাচন হলে পরিস্থিতি আশঙ্কাজনক হতে পারে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত একটা ভালো সিদ্ধান্ত আসবে বলে আশা করছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET