৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় বিএনপি আবোল-তাবোল বকছে- ওবায়দুল কা‌দের




নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় বিএনপি আবোল-তাবোল বকছে- ওবায়দুল কা‌দের

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০১৮, ১৭:৪৮ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নুর হাসান, পঞ্চগড় জেলা প্র‌তি‌নি‌ধি:- জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপি কেন নির্বাচনে আসতে চায় না তা আমরা জানি। তারা জানে জাতীয় নির্বাচন রংপুরের মতই সুষ্ঠু হবে। নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় বিএনপি আবোল-তাবোল বকছে। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বিলুপ্ত ছিটমহল গারাতির মফিজার রহমান ডিগ্রি কলেজ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, রংপুরের মতই জাতীয় নির্বাচন অবাধ, স্বাধীন ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে শেখ হাসিনা সরকার সব ধরনের সহযোগিতা করবে। এখানে ফখরুল সাহেবদের ভয় পাওয়ার কিছু নেই।
বিলুপ্ত ছিটমহলবাসীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা স্বাধীন দেশের নাগরিক। এই শীত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে। শীতের শুরুতেই এই জেলায় ২৮ হাজার কম্বল পৌঁছেছে। আরো সাড়ে ৫ হাজার কম্বল এবং ১১ লাখ টাকা পঞ্চগড়ের মানুষের জন্য নিয়ে এসেছি।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পঞ্চগড় জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি ও  পঞ্চগড়-২ আস‌নের  সংসদ সদস্য এড‌ভো‌কেট মো. নূরুল ইসলাম সুজন, জাসদ কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আস‌নের সংসদ সদস্য বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. নাজমুল হক প্রধান, পঞ্চগ‌ড়ের জেলা প্রশাসক মো. জ‌হিরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, জেলা প‌রিষদ চেয়ারম্যান ও সদর উপ‌জেলা আওয়‌ামীলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি আলহাজ্ব মো. আমানুল্লাহ বাচ্চু, পঞ্চগড় জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ও সদর উপ‌জেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আ‌নোয়ার সাদাত সম্রাট প্রমুখ।
এ সময় শীতার্তদের প্রত্যেককে একটি করে কম্বল নগদ ২শ’ টাকা প্রদান করেন মন্ত্রী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET