নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজীর আলোচিত মেধাবী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা কান্ডের আসামীদের দ্রুত বিচার দাবীতে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় ছাগলনাইয়া পৌর শহরের শুন্য রেখায় অনুষ্ঠিত এ মানববন্ধনে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করে। ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল। এসময় বক্তারা সরকারের নিকট নুসরাত হত্যার নেপথ্যে যারা যারা জড়িত সকলের দ্রুত বিচার আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার দাবী করেন।