নয়া আলোঃ
বিএনপি’র নেতা-কর্মীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে পত্রিকায় প্রতিবেদন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গত কয়েকদিন যাবৎ কয়েকটি দৈনিক পত্রিকায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিএনপি’র অভ্যন্তরীণ বিষয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের বিষয়বস্তুগুলি বিএনপির বিষয় নিয়ে জনমনে এবং সারা দেশে বিএনপি’র নেতা-কর্মীর মধ্যে বিভান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি।
তিনি বলেণ, প্রতিবেদনে প্রকাশিত বিষয়গুলি বস্তুনিষ্ঠ ও সঠিক নয়। এই ধরণের প্রচারণা গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করবে এবং অগণতান্ত্রিক শক্তিকে উৎসাহিত করবে।
বিএনপির এই নেতা বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিএনপি চেয়ারপার্সনের নির্দেশনায় সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য নেতাকর্মীরা কাজ করছে। গণতন্ত্রকে পুনঃদ্ধারের জন্য আন্দোলন করছে। এই আন্দোলনে বিএনপিসহ সকল গণতান্ত্রিক শক্তি সফল হবে।