বগুড়ার ধুনট উপজেলায় মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় লিমন মিয়া (৩২) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লিমন মিয়া উপজেলার জোড়খালি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে সোমবার (৩০ মে) বিকেলে গোসাইবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝরনা খাতুনকে মারধর করেন লিমন ও তার সহযোগিরা। এ ঘটনায় লিমনসহ চারজনকে আসামি করে ধুনট থানায় মামলা দায়ের করেন ঝরনা। ওই মামলায় লিমনকে গ্রেপ্তার করা হয়েছে।