সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত গাজীপুরের শ্রীপুর নগরহাওলা গ্রামের তিনজন নেপাল থেকে দেশে ফিরেছেন। শুক্রবার বিকাল সাড়ে তিনটার পর বিজি-০০৭২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারা হলেন মেহেদী হাসান, তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা এবং মেহেদীর ফুফাতো ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি। তাদেরকে নেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। ঢামেক হাসপাতালের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন এর তত্ব্যাবধানে তাদের চিকিৎসা দেওয়া হবে।
এই তিনজনের ছাড়ার বিষয়ে গতকাল বৃহস্পতিবার কাঠমান্ডু মেডিকেল কলেজ (কেএমসি) কর্তৃপক্ষ অনাপত্তি দেয়। সে মোতাবেক আজ দুপুরে কাঠমান্ডু ছাড়েন তারা।
গত সোমবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৭ যাত্রী ও চারজন ক্রু নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত ১০ বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।