রাজশাহী মহানগরীর হেতেম খাঁ এলাকায় নেশার টাকা না পেয়ে রনি হোসেন (২৮) নামে এক মাদকাসক্ত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রনি মহানগরীর হেতেম খাঁ এলাকার বাবুল হোসেনের ছেলে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেলিম বাদশা জানান, দীর্ঘদিন ধরে রনি মাদকাসক্ত ছিলেন। বুধবার গভীর রাতে বাড়ি ফিরে নেশার করার জন্য তার পরিবারের সদস্যদের কাছে টাকা চান। এ সময় ভাঙচুর করেন তিনি।
কিন্তু পরিবারের সদস্যরা তাকে টাকা না দিলে ঘুমাতে যান তিনি। বৃহস্পতিবার সকালে তার সাড়া-শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার রাতেই তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।