নিজস্ব প্রতিবেদকঃ- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে ডিজিটাল আইনের নামে কালাকানুন করা হয়েছে। ডিসেম্বরে নির্বাচন হলে এত আগে আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছে কারণ নৌকা এমন ডোবা ডুবেছে যে তারা ভয়ে আছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে একথা বলেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন বলেন, নির্বাহী কমিটির সভায় অনেক সদস্য আসতে পারেনি, তাদের গ্রেপ্তার করা হয়েছে, দেশে গণতন্ত্র নেই।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। এরপর বেলা ১১টা ৫৫ মিনিটে বক্তব্য শুরু করেন খালেদা জিয়া। বিএনপি প্রধানের বক্তব্য সারাদেশে ছড়িয়ে থাকা নেতাকর্মীরা সরাসরি যেন শুনতে পারেন সেজন্য ফেসবুকের তিনটি পেজে এই ভাষণ দেখার ব্যবস্থা করা হয়েছে।