
নৌকা যার আমরা তার বলে মন্তব্য করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম লিমন। আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকালে, ৪ নং শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠন, কোন ব্যক্তিকে নয় জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়ে নৌকা দিবেন আমরা তার পক্ষেই কাজ করব। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানটি শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে.এম. হোসেন আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক একরাম, মিজানুর রহমান দুদু, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি জেলা শাখা’র সভাপতি মোঃ আমিনুর ইসলাম, ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা। শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন মিস্ত্রি, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, গাজী মহির উদ্দিন, শিয়ালকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান মাস্টার, ইউপি সদস্য হযরত আলী,এস.এম রুহুল আমিন সজল, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মুক্তার হোসেন, মোঃ আব্দুল মুন্নাফ খন্দকার, মোছাঃ ফরিদা খাতুন, মোছাঃ রেহানা খাতুন, মোছাঃ তারা বানু বেগম সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।