
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■
নড়াইলে পুলিশ সুপারের উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ এপ্রিল) সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস, সহকারি উপ-পরিদর্শক, গোলাম মোস্তফা, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হায়াতুজ্জামান, সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। তবে প্রধান অতিথি হিসেবে নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরির উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি কাজে বাইরে থাকায় তিনি উপস্থিত হতে পারেন নি। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম তাঁর বক্তব্যে বলেন, মাদকদ্রব্যের প্রচুর কুফল রয়েছে। কাজেই শিক্ষার্থীদের এসকল জিনিস বর্জন করা উচিৎ। সেই সাথে সমাজে বিদ্যমান মাদকব্যবসায়ীদের তথ্য জানলে সাথে সাথে স্থানীয় পুলিশকে অবহিত করার জন্যও নির্দেশনা দেন। পরে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ শিক্ষার্থীদের মাঝে মাদকদ্রব্য সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেন।