
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■
নড়াইল সদর উপজেলার ডৌয়াতলা গ্রামে আগুনে তিনটি পরিবারের ৩টি ঘর পুড়ে গেছে। ক্ষতি গ্রস্ত আকতার ভূইয়া জানান, তার ভাই মুক্তার ভাইয়ার গোয়াইল ঘরে রাখা রান্নার কাজে ব্যবহৃত ছাই থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তার নিজের একটি ঘর ও অপর ভাই কুদ্দুস ভূইয়ার ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে দুটি গোয়াইল ঘর ও একটি রান্না ঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। নড়াইল ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার মনিরুজ্জামান নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, বুধবার এ অগ্নিকাণ্ড ঘটে। ৫০ হাজারের অধিক টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।