
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইলে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ কর্মকর্তার নবজাতক কন্যা সন্তানকে দেখতে যান নবনির্বাচিত সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)। নড়াইল সদর হাসপাতালে নবজাতক কন্যা সন্তান ও তার মা রাবেয়া বেগমকে দেখতে যান তাঁরা উভয়েই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন গণমাধ্যমকর্মীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র প্রকাসক ও সম্পাদক লিটন,দত। সোমবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালে নবজাতক কন্যা সন্তানকে দেখে নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেসখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা আবেগাপ্লুত হয়ে পড়েন। জানা গেছে, মৃত্যুবরণকারী পুলিশ কর্মকর্তা এএসআই মনিরুল ইসলাম মাশরাফি বিন মর্তুজার নির্বাচনী প্রচারণার নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এ কারণে মাশরাফি বিন মর্তুজা আরও বেশি দুঃখ প্রকাশ করেন। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ নিজের জীবন উৎসর্গ করতে পিছপা হয় না তার নজির স্থাপন করেছেন এএসআই মনিরুল ইসলাম। যেহেতু তিনি কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন সেহেতু তার পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ সর্বদা পাশে থাকবে বলেও তিনি জানান।