উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:- জিয়া অরফানেজ ট্্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়ার দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল বুধবার বিকেলে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাপ্পির নেতৃত্বে জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়। ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সিকদারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভানেত্রী রাবেয়া ইউসুফ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, নারীনেত্রী আঞ্জুমান আরা বেগম, নাজনীন সুলতানা রোজী, ইসমত আরা প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।