
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি –
নড়াইলের জমিজমা সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে। আহত আবুল কালাম শেখ (৬৫) কে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে শেখহাটি ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র। জানাগেছে, গত শুক্রবার ( ২১ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আবুল খায়ের সরদারের (৬০) নেতৃত্বে ১২/১৪জন জোটবদ্ধ হয়ে লাঠিসোটা, রাম দাসহকারে আবুল কালাম শেখের বাড়িতে গিয়ে হামলা চালালে এ ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায়। এ ঘটনায় ১২জনকে আসামী করে নড়াইল সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-২২, তারিখ-২১/১০/২০১৬। মামলার আসামীরা হলো শেখপাড়া গ্রামের শাহাজান সরদারের পুত্র আবুল খায়ের (৬০), আবুল খায়ের পুত্র তৌহিদ সরদার (৩৫), জহির সরদার (৩০), রব্বানী সরদার (২৮), নওশের উদ্দিন সরদারের পুত্র সরফরাজ সরদার (৫০), ইনামুল সরদার (৪৭), জাহঙ্গীর সরদার (৪৫), আবুল বাসারে পুত্র ইছাক সরদার(২৫), আবুল ফজল লাল মিয়ার পুত্র তাজ উদ্দিন (৩০) , শাহাজান সরদারের পুত্র তুতুফা সরদার( ৪৮), তুতুফা সরদারের পুত্র মুহাইমিন সরদার (২২) এবং ইনামুলের ছেলে রায়হান সরদার (২০)। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন খান জানান, নড়াইলের শেখহাটি ইউনিয়নের শেখপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে একটি মারামারির ঘটনায় একটি এজহার হয়েছে। মামলটি সরেজমিনে তদন্ত করার জন্য এসআই সাইফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে