উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ- বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার দাবিতে ‘জাতিসংঘে বাংলা চাই’ এই শ্লোগানে নড়াইলে র্যালি ও অনলাইন ভোটিংয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৭-ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধূরী ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলায় যেয়ে শেষ হয়। র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধূরী। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ওশান পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম,সাবেক সভাপতি এনামুল কবীর টুকু,সহ-সভাপতি এম মুনীর চৌধূরী, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি কার্ত্তিক দাস, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল, দৈনিক ইত্তেফাক ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি তারিকুজ্জামান লিট,দৈনিক কালেরকন্ঠ ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, দৈনিক নয়াদিগন্ত ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ফরহাদ খাঁন,বাংলাদেশ বেতার ও আরটিভির জেলা প্রতিনিধি সুজয় কুমার বকসী, বাসস ও দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলু, নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ,নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক যুগান্তর ত্রর মো.শাহীদুল ইসলাম শাহী, মোঃ ইমরান হোসেন, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, প্রতিদিনের কন্ঠের বুলু দাস, তুহিনসহ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্য বৃন্দ,সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, এ সময় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। দৈনিক যায় যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আল আমিন, বাংলা নিউজ২৪.কম ও চ্যানেল নাইন-এর প্রতিনিধি ইমরান হোসেন ু,রাইফের ক্লাবের কোচ মোঃ রকিবুল ইসলাম,জেলা পরিষদের সদস্য রওশন আরা কবীর লিলি, নারী নেত্রী আঞ্জুমানার,ইসমতআরা,রেন্ট এ কারের সহ-সভাপতি মোঃ কবীর হোসেন, এছাড়া নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।
জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধূরী বলেন, জাতিসংঘের কাছে আমাদের দাবি বাংলা ভাষাকে জাতিসংঘে সপ্তম ভাষা হিসেবে অনুমোদন দেয়া হোক। বাঙালি জাতির পক্ষ থেকে এটা আমাদের যৌক্তিক দাবি। জাগো নিউজ যে উদ্যোগ গ্রহণ করেছে এর সঙ্গে একমত পোষণ করে আমি ভোট দিচ্ছি। ভোলার সবাইকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি। নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বলেন, একমাত্র বাংলা ভাষার জন্যই রক্ত ঝরেছে। এ ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতেই ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই আমিও চাই জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা। জাগোনিউজ২৪.কম-এর জেলা প্রতিনিধি হাফিজুল নিলু জানান, জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা এ দাবিতে সমর্থন জানাতে যে কেউ জাগো নিউজের অফিসিয়াল পেইজে গিয়ে আবেদন করতে পারেন। ভাষা আন্দোলনের মাসজুড়ে আমাদের এ কার্যক্রম চলবে।