১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




নড়াইলে জোর যার, সরকারি খাস জমিও তার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০১৮, ১৭:৩৯ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■-

: নড়াইলের পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা বাজার সংলগ্ন পুরাতন ভূমি অফিসের পাশে সরকারি খাস জমির মাটি অবৈধ ভাবে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করেই বোঝা যাচ্ছে জোর যার, সরকারি খাস জমিও তার। নিজ বাহুবলে সরকারি জমি গ্রাস করার মতো ঘটনা নড়াইলে এটিই প্রথম নয়। ভূমিদস্যুদের আগ্রাসনে নড়াইলের ঐতিহ্যবাহী জমিদারবাড়ির দিঘীটিও আজ বিলীন হয়ে প্লটে পরিণত হয়েছে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের সবুজ সিকদার এর ছেলে জুয়েল সিকদার সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ ভাবে সরকারী খাস জমির মাটি বিক্রি করছে। প্রতিদিন  ট্রলী গাড়িতে মাটি ভর্তি করে নেওয়া হচ্ছে ইটের ভাটায়। হাজার হাজার টাকার মাটি বিক্রি করছে কিছু নামধারি একটি মহল । এতে হুমকির মুখে পড়ছে পুরাতন ভূমি অফিস সহ পাশের পাকা রাস্তাটি।অথচ প্রশাসন রয়েছে নীরব দর্শকের ভূমিকায় ।এতে করে সাধারন জনগনের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে । জুয়েল সিকদার সহ সকল ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে এলাকাবাসীসহ সাধারন মানুষ। খাস জমির মাটি বিক্রিকারি জুয়েল সিকদার বলেন, আমার অনেক ক্ষমতা, আমার  মাটি কাটার অনুমতি আছে, কিন্তু তিনি কোনো অনুমতির কাগজ দেখাতে পারেননি। তিনি বলেন কেউ আমার কিছু করতে পারবেনা। নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসার মোঃ নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, আমি দুই মাস আগে পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে আসছি, আমি জানতামনা যে ঐ জায়গাটা আমাদের ভিতর। আমি এখন এলাকাবাসী ও  আপনাদের কাছ থেকে জানতে পারলাম।আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET