২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩১০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার




নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩১০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০১৮, ১৬:৩৪ | 751 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত সুযোগ্য পুলিশ সুপার সরদার রকিবুল এর বলিষ্ঠ নেতৃত্বে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (০৫ জানুয়ারি) রাত ১১ টার দিকে ৩১০ পিছ ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল রহিম (২৫)। সে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার খলিশাখালী গ্রামের ইউনিয়ন ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে। ডিবি পুলিশের এএসআই আলমগীর ও এএসআই রাজ্জাকের নেতৃত্বে কনস্টেবল মুরাদ, শিমুল, বায়েজিদ, ওলিয়ার, জাহাঙ্গীর, সাজ্জাদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নড়াইলের লাহুড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের তার কাছ থেকে ৩১০ পিছ ইয়াবা উদ্ধার করে। সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, সে ভ্রাম্যমানভাবে মাগুরা জেলা থেকে ইয়াবা এনে নড়াইলে সাপ্লাই দিতো। এ ব্যাপারে লাহুড়িয়া ফাড়ির ইনচার্জ কমলকান্তি পাল আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলের জেলা ডিবি পুলিশের একটি টিম রাতে তাকে গ্রেফতার করে ফাড়িতে এনে সোপর্দ করে। নড়াইলের লোহাগড়া থানার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আমি শুনেছি ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে। আসামি লাহুড়িয়া ফাড়ি থেকে পাঠিয়েছে, এখনও থানায় পৌঁছায়নি। নড়াইলকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সমাজের সুধীমহলসহ সাংবাদিকদের সার্বিক সহেযাগিতা কামনা করেছেন। এ ব্যাপারে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET