উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■
নড়াইলে ২৯ পিচ ইয়াবাসহ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার(০২লা ফেব্রুয়ারি) বেলা তিন টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রি হচ্ছে জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামানের নেতৃত্বে এসআই জামারত, এসআই নয়ন পাটোয়ারী, এএসআই সোহেল, এএসআই নাহিদ, আজাদ হুসাইন, টিটো, সোহাগসহ একটি চৌকশ টিম হানা দিয়ে চরভাট পাড়া গ্রামের গ্রোবাই মুন্সী তোতা মুন্সী (৩২)কে গ্রেফতার করে এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৯ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি) আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ডিবি পুলিশ অভিযানে ১জনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ২৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে নড়াইলের লেহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে প্রেরণ করা হবে।