
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি ঃ
নড়াইল (১৭মে) নড়াইলে ১৫০ গ্রাম গাঁজাসহ পৃথক দু’টি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি চৌকশ টিম। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো নড়াইল সদর উপজেলার সীমাখালী গ্রামের মোজাহারের ছেলে আশির্বাদ (৩৫) ও নড়াইল পৌরসভাধীন ভওয়াখালী গ্রামের ভিপি মাসুদের বাড়ির ভাড়াটিয়া সুজন শেখ (২১)। আটককৃত সুজনের পিতার নাম শরিফুল শেখ। সে ফেরিওয়ালার ব্যবসায়ের পাশাপশি মাদকের ব্যবসা করে বলে খবর পাওয়া গেছে। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে এএসআই আলমগীর, এএসআই রাজ্জাক, এএসআই জহির, কনস্টেবল মুরাদ, বায়জীদ, শরিফ, শিমুল, অলিয়ার, সাজ্জাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দু’টি অভিযান চালানো হয়। রাত সাড়ে ৯ টার দিকে ৫০ গ্রাম গাঁজাসহ আশির্বাদকে এবং ১০০ গ্রাম গাঁজাসহ সুমন শেখকে আটক করে ডিবি পুলিশের চৌকশ টিমটি। এ প্রসঙ্গে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান আটককৃত দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। সর্বশেষ তথ্যানুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নড়াইল মাদক দমনে আমরা সর্বদা তৎপর। নড়াইল গোয়েন্দা শাখার চৌকশ টিমের সকল সদস্য সর্বদা গোপন সংবাদ সংগ্রহ ও অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের আটক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সেই সাথে তিনি নড়াইলবাসীকে মাদক ও মাদকব্যবসায়ীদের সান্নিধ্য থেকে দূরে থাকার আহ্বান জানান।