২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




নড়াইলে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০১৮, ১৮:৪৯ | 723 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■
নড়াইলে শুরু হয়েছে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। পরিবার পকিল্পনা অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ আসাদ-উজ-জামান মুন্সী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক শামসুল আলম। এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিজয় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জামী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যা (বাগডাঙ্গা), দৈনিক বিডি খবর পত্রিকার সম্পাদক লিটন দত্ত, একই পত্রিকার নির্বাহী সম্পাদক মির্জা মাহমুদ রন্টু, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, চ্যানেল নাইন ও বাংলা নিউজ টুয়েন্টি ফোরের নড়াইল জেলা প্রতিনিধি ইমরান হোসেন, প্রতিদিনের কণ্ঠের বুলু দাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এসময় তিনি আরও বলেন বলেন, নড়াইল জেলাকে ইতো মধ্যে ভিক্ষুকমুক্ত করা হয়েছে।“গ্রিন নড়াইল ক্লিন নড়াইল”গড়ার লক্ষে এখন কাজ করছে নড়াইল  জেলা প্রশাসন। নড়াইল পৌরসভার প্রতিটা পরিবারকে একটি করে ময়লা রাখার বালতি বিনামূল্যে দেওয়া হবে। পরিবারের অপ্রয়োজনীয় ময়লা এখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট করা যাবেনা। এ বিষয়ে সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। যদি কোন পরিবার ইচ্ছা করে আইন অমান্য করে তাহলে সেই পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় “গ্রিন নড়াইল ক্লিন নড়াইল” গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি। বক্তারা বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে এদেশের জনসংখ্যা নিয়ন্ত্রিত পর্যায়ে রাখতে হবে। জনসংখ্যার বিস্ফোরণ থেকে দেশকে রক্ষা করতে হবে। মেলা প্রাঙ্গণে সিভিল সার্জন, জেলা পরিবার পরিকল্পনা, লোহাগড়া ও কালিয়া উপজেলা পরিবার পরিকল্পনা, সূর্যের হাসি ক্লিনিক, সুশীলন, ব্র্যাাক, সিকদার ফাউন্ডেশনসহ সরকারি-বেসরকারি পর্যায়ের ২০টি স্টল দেয়া হয়েছে। এসব স্টলে নিরাপদ গর্ভধারণ, পরিকল্পিত ও সুুখী পরিবার গঠন, মাতৃ মৃত্যু হার রোধসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার ও সচেতনার বিষয়ে  পরামর্শ দেয়া হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET