
উজ্জ্বল য়ার নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতাল নির্মাণের কাজ কিছুদিন পূর্বে দুর্বৃত্তদের হামলায় বাঁধাগ্রস্থ হয়। আর এ কারণে কয়েকদিন যাবৎ উক্ত নির্মাণ কাজ থেমে থাকে। বর্তমানে শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতাল নির্মাণের কাজ স্থগিত রয়েছে। সম্প্রতি শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতাল নির্মাণ এলাকা সি.সি ক্যামেরার আওতাভুক্ত করা হলেও শ্রমিকেরা সন্ত্রাসী হামলার ভয়ে কাজ করতে সাহস পাচ্ছে না। তাছাড়া নড়াইলে শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতালের নামে অন্যের জমি জবর-দখলসহ নানা অনিয়মের অভিযোগের খবর পাওয়া যাচ্ছে। কয়েকজন জমির মালিক জমির ক্ষতিপূরণ না পেলেও তাদের জমি দখল করে রাখা হয়েছে বলে জানিয়েছেন। আবার কয়েকজন অভিযোগ করেছেন কোনো টাকা না দিয়েই তাদের জমি লিখে নেওয়া হয়েছে। পরে টাকা দেওয়ার কথা বলা হলেও এখনও দেওয়া হয়নি। এক জমির মালিককে না জানিয়ে তার জমি জোরপূর্বক দখল করা হয়েছে। এছাড়া হিন্দু অধ্যুষিত এ এলাকার নিরীহ জমির মালিকদের ভয়-ভীতি দেখিয়ে এবং নামমাত্র মূল্য দিয়ে হাসপাতালের জমি কেনা হচ্ছে বলেও অনেকের অভিযোগ। বর্তমানে হাসপাতালের জন্য ৪ একর জমি ক্রয় করা হলেও কমপক্ষে ৮ একর জমি দখল করে রাখা হয়েছে। একটি ক্ষমতাসীন সন্ত্রাসী চক্র এ কাজের সাথে যুক্ত থাকায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সম্প্রতি এ হাসপাতালের জমি ক্রয়ে অনিয়মের অভিযোগ করায় এ চক্রটি কয়েকজনকে জখম করেছে। ভারতের রাষ্ট্রপতির সহধর্মিনী নড়াইলের মেয়ে প্রয়াত শুভ্রা মূখার্জীর নামে ‘শুভ্রা মূখার্জী মেমোরিয়াল হাসপাতাল’ নির্মানের উদ্যোগ নেওয়া হলেও নড়াইলের শুভ্রা মূখার্জী ফাউন্ডেশনকে বাদ রেখেই এ হাসপাতাল নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ঢাকা থেকে ‘শুভ্রা মূখার্জী ট্রাস্টি বোর্ড’ নামে একটি বোর্ডের উদ্যোগে এ হাসপাতাল নির্মানের কথা থাকলেও ‘শুভ্রা মুখার্জী ফাউন্ডেশন’ এবং জেলা প্রশাসনকে অনেকটা অন্ধকারে রেখেই নির্মান কাজটি করা হচ্ছে। এমনকি জমির দলিল করা হচ্ছে অন্য কারো নামে। এলাকাবাসীর প্রশ্ন এখানে কি আদৌ হাসপাতাল নির্মিত হবে? জানা গেছে, এ বছরের ৭ ফেব্রুয়ারী ঢাকা থেকে শূভ্রা মূখার্জী ট্রাষ্টি বোর্ডের নামে একটি টিম নড়াইল শহর থেকে ৩ কিঃ মিঃ পশ্চিমে মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা এলাকায় নড়াইল-যশোর আঞ্চলিক মহাসড়কের সাথে লাগোয়া একটি স্থানে শুভ্রা মূখার্জী মেমোরিয়াল হাসপাতালের স্থান পরিদর্শন করতে আসেন। জানানো হয়, এখানে ২০ বিঘা জমির ওপর ৫০শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মান করা হবে। এর কয়েকদিন পর থেকেই এখানে হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ড দিয়ে শুরু হয় হাসপাতাল নির্মানের নামে জমি ক্রয়, মাটি ও বালি ভরাটের কাজ। শুভ্রা মূখার্জী ফাউন্ডেশনের পরিচালক ও প্রয়াত শুভ্রা মূখার্জীর আতœীয় অয়ন রঞ্জন দাস বলেন, শুনেছি নড়াইলের মেয়ে প্রয়াত শুভ্রা মুখার্জীর নামে হাসপাতাল হবে। কিন্তু তা করতে গেলে অবশ্যই শুভ্রা মূখার্জী ফাউন্ডেশনকে অবহিত করা উচিত। কারা শুভ্রা মূখার্জী ট্রাষ্টি বোর্ডের সদস্য কারা এ হাসপাতাল নির্মান করছে তা আমরা কিছুই জানিনা। জেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বলেন, হাসপাতাল হোক এটা আমরা চাই তবে কারো জমি দখল করে টাকা না দিয়ে জমির প্রকৃত মালিককে বঞ্চিত করে অনিয়মের মাধ্য নয়। জেলা প্রশাসনের মাধ্যমে নিয়ম মেনেই হাসপাতাল করা হোক। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জমি দখলের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার(ভূমি)কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জেলা প্রশাসক সাংবাদিকদের বিষয়টি সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। উল্লেখ্য যে, নড়াইল জেলার কতিপয় সচেতন নাগরিক জেলা অনলাইন মিডিয়া ক্লাবের নিকট একাধিকবার অভিযোগ প্রেরণ করার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কয়েকটি প্রতিবেদন ছাপা হলে টনক নড়তে শুরু করেছে প্রশাসনের। এ ব্যাপারে জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় বলেন, শুভ্রা মুখার্জী নড়াইলের মেয়ে। তাঁর নামে নড়াইলে হাসপাতাল হলে এটি নড়াইল বাসীর জন্য গর্বের কারণ। কিন্তু সন্ত্রাসীরা এ ধরনের কুকর্ম করলে কীভাবে সেটি সম্ভব হবে বলে তিনি সন্দিহান প্রকাশ করেন।