২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




নড়াইলে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-বিএনপির ৫নেতা কর্মীকে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০১৮, ১৯:০৫ | 852 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ- নড়াইলে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭-ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামের ধলা মিয়ার ছেলে শাহাবুদ্দিন, সাধুখালী গ্রামের রফিক জোয়াদ্দারের ছেলে জাহাঙ্গীর জোয়াদ্দার, শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে নজরুল ইসলাম, ইলিন্দি গ্রামের মৃত কোবাদ শেখের ছেলেআকবর শেখ ও নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের মৃত খোরশেদ হেসেনের ছেলে লিয়াকত হোসেন। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, গত ৪ ফেব্রুয়ারি নড়াইল সদর থানায় দায়েরকৃত নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরকদ্রব্য মামলায় ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত। এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দাবি করেন, ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে দায়েরকৃত মামলার রায়কে কেন্দ্র করে বিনা কারণে নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET