
বুলু দাস, সদর প্রতিনিধি: নড়াইলে নাশকতা মামলার পলাতক আসামী কামাল হোসেনকে পুুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (০১ মে) সকালে শহরের বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কামাল হোসেন নড়াইল পৌরসভার বিজয়পুর গ্রামের মোঃ আবুল কাসেমের ছেলে। কামাল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ খায়রুল ইসলাম। তিনি জানান, কামাল নড়াইল থানার নাশকতা মামলার পলাতক আসামী। মামলা নং- ১১(২)১৮। গত ১ মে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। জানা যায়, নাশকতা মামলার এ আসামী পালিয়ে থেকে সম্মানীয় ব্যক্তিদের বিরুদ্ধে ফেসবুক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছিল। এমনকি আপত্তিকর কুরুচীপূর্ণ মন্তব্য করে আসছিল। পত্রিকার সম্পাদক, প্রকাশক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন মর্যাদাবান পেশাদার ব্যক্তিদের অনেককেই অপমান অপদস্ত করতে দ্বিধা করেনি এই মহা বেয়াদব। বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আলমগীর সিদ্দিকী কর্তৃক সম্পাদিত দৈনিক ওশান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছে। প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমানের জননন্দিত পত্রিকা নড়াইল কণ্ঠ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছে। মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক এনামুল কবীর টুকুসহ বিভিন্ন সাংবাদিক সম্পর্কে আপত্তিকর মনগড়া তথ্য দিয়েছে ফেসবুকে। অবশ্য এ সব কিছুর সাথে জড়িত রয়েছে একটি স্বাধীনতাবিরোধী চক্র। এ চক্রের অন্যতম সদস্য কামাল হোসেন। পুলিশের হাতে গ্রেফতারের পর এ চক্রের দু’একজনের নাম প্রকাশ করেছে দুর্ধর্ষ কামাল। পুলিশ বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রেখে সুকৌশলে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সরকার বিরোধী ও আওয়ামীলীগ বিদ্বেষী এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানা গেছে