
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইল(২৫-মে-২০১৭) নড়াইলে সরকারি আদশ কলেজের এক শিক্ষিকাকে বিভিন্ন সময় অফিস রুমে ডেকে নিয়ে বসিয়ে রেখে গল্প করা, গিফ্ট দেওয়া, নববর্ষের উপহার হিসেবে শাড়ী কেনার টাকা দেওয়া সহ বিভিন্ন অনৈতিক অভিযোগে অধ্যক্ষ প্রফেসর এস এম এনামুল কবীরকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার কলেজ চলাকালিন সময় অধ্যক্ষের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। জানা গেছে নড়াইলের,লোহাগড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম এনামুল কবীর কলেজে যোগদানের পর থেকে অফিস রুমে বসে কলেজের ওই শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষিকাদের প্রায়ই কারনে অকারনে নিজ কক্ষে ডেকে নিয়ে বিভিন্ন উপন্যাসের প্রেমের গল্প করতে থাকেন। এক পর্যায়ে ওই শিক্ষিকার প্রতি বিশেষ নজর দিয়ে তাকে নববর্ষের উপহার সহ নগদ পনের হাজার টাকা দেন। বিষয়টি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অধ্যক্ষকে একাধিকবার ফোনে নিষেধ করলেও কোন পরিবর্তন না হওয়ায় গতকাল বুধবার ওই শিক্ষিকার স্বামীসহ কয়েকজন অভিভাবক কলেজে গিয়ে অধ্যক্ষকে লাঞ্চিত করেন। তবে অধ্যক্ষ এনামুল কবীর তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন,কলেজে শিক্ষকদের গ্রুপিং এবং ওই শিক্ষিকার স্বামীর কাছে কান কথা বলায় আমার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে।