
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি ঃ
নড়াইলে বজ্রপাতের সাত মাসের অন্ত:স্বত্তা গৃহবধু মুন্নী বেগমের (৩০) মৃত্যু হয়েছে। মুন্নী পৌরসভার বরাশুলা গ্রামের খানপাড়ার রশিদ খানের স্ত্রী। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো রিপোর্টে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে প্রচন্ডভাবে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। মুন্নী ঘরের বারান্দায় বসে থাকা অবস্থায় বজ্রপাত ঘটলে তার (মুন্নীর) শরীর ঝলসে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। জরুরী বিভাগের চিকিৎসক আহসান কবীর বাপ্পী জানান,বৃহস্পতিবার রাত ১১টার দিকে মুন্নীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মুন্নীর মৃত্যু হয়েছে। বজ্রপাতে তার পেটের বাচ্চাটিও মারা গিয়েছে। শুক্রবার সকাল ১১টায় জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মুন্নীর স্বামী পেশায় একজন দর্জি। তাদের একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। মুন্নীর মৃত্যুতে পরিবারসহ আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।