
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইলের হাজেরা বেগম (৯৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় আল-আমিন ভূঁইয়া (২৫) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সে নড়াইল সদর উপজেলার পাইকমারি গ্রামের সাইদ ভূঁইয়ার ছেলে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড ঘটে বলে মঙ্গলবার দুপুরে এ পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) তথ্য জানান। উল্লেখ্য, নড়াইলের সারোল গ্রামে শুক্রবার (৪ জানুয়ারি) রাতের কোন এক সময়ে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়। নিহত হাজেরা বেগম ওই গ্রামের মৃত আমীর হোসেন খানের স্ত্রী। শনিবার ভোরে স্থানীয় লোকজন হাজেরার লাশ বাড়ির পার্শ্বের পুকুরের পাড়ে ঘাসের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ছেলে আকরাম হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে নড়াইলের লোহাগড়া থানায় মামলা দায়ের করে।