
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইল:(বৃহস্পতিবার-২৫মে) নড়াইলে মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশের দুর্বার অভিযান, পাড়ায় পাড়ায় চলছে ব্লক রেইড আর উঠান বৈঠাক এর নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম । বিকালে নড়াইল শহরের কয়েকটি এলাকায় ব্লক রেইড দেওয়া হয় । এ সময় বিপুল পরিমান পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য অংশগ্রহন করে । এতে নেতৃত দেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম । এর পর তিনি এলাকার গণ্য মাণ্য ব্যক্তি ও সাধারন জন গনকে নিয়ে মাদক ও জঙ্গী বিরোধী উঠান বৈঠাক করেন । তিনি বলেন “মাদক ও জঙ্গীবাদের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার” এ লক্ষে নড়াইলকে মাদক ও জঙ্গী মুক্ত করব । এবং এ অভিযান অব্যাহত থাকবে।