
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি ■
নড়াইল-৩-১০-১৬-আগামী ৬ অক্টোবর দুর্গা দেবীর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে নড়াইলের শারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে জেলা পর্যায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতিতে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, শারদীয় দুর্গা পুজা উদযাপন কোন প্রকার বিশৃঙ্খলাকারী সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। সভায় নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর-সার্কেল) মোঃ কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসনে খান নড়াইল, লোহাগড়ায়, কালিয়া উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায় সভায় পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, বরাবরের ন্যায় এবারও পুজা মন্ডপের নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক, কমিউনিটি পুলিশিং এর সহযোগিতা থাকবে। আমরা কোন অবস্থাতেই জঙ্গিবাদ নাশকতা হতে দেব না। সকলের আন্তরিক সহযোগিতা থাকলে নড়াইলে এবার দুর্গা পুজা শান্তিপূর্ণভাবে উদযাপন হবে। এ সময় বক্তব্য অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল পৌর মেয়র মো: জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক বিজন কুমার সাহা, জেলা সাংস্কৃতিক জোটের আহবায়ক মলয় কুমার কুন্ডু, জেলা পুজা উযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু, সদর কমিটির সভাপতি অমিত সাহা রাজা, সাধারণ সম্পাদক দীলিপ বিশ্বাস, কালিয়া কমিটির সভাপতি অজয় ঘোষ, সাধারণ সম্পাদক কমল আঁখি বিশ্বাস, লোহাগড়া কমিটির সভাপতি কমল কৃষ্ণ বালা, যুগ্ম সম্পাদক রনজিত কুমার টিকাদার, অ্যাডভোকেট সঞ্জিব বসু, বাবুল কুমার সাহা, অ্যাডভোকেট রমা রানী বিশ্বাস, নিখিল সরকার প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মাহাবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, সমাজসেবার উপ পরিচালক রতন কুমার হালদার, জেলা ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসনে খান প্রমুখ। সভা জানায়, এবার নড়াইল জেলায় ৫শত ৩৮টি পুজা মন্ডপে দুর্গা পুজা উদযাপন হবে। এর মধ্যে সদর উপজেলায় ২৩০, কারিয়ায় ১৬০, লোহাগড়ায় ১৪৮টি পুজা মন্ডপ। এছাড়া জেলায় ৩৭টি পুজা মন্ডপে কার্ত্তিয়ানি পুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ১১, লোহাগড়ায় ১৩ এবং কালিয়ায় ১৩টি। উল্লেখ্য, আগামি ৭দিনে মধ্যেই প্রতিমা তৈরির সকল কাজ শেষ হবে।’ আগামী ৬ অক্টোবর দুর্গা দেবীর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব এবং আগামী ১১ অক্টোবর হাজারো ভক্তের উপস্থিতিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।