উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
সোমবার (১ জানুয়ারি-২৭৪) সারা দেশের ন্যায় নড়াইলেও ১ জানুয়ারি নতুন বই উৎসব পালিত হয়েছে। সোমবার সকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের আয়োজনে ছাত্রদের হাতে নতুন বই তুলে দিয়ে নতুন বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নারায়ন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বই উৎসবে স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) তপন কুমার বিশ্বাস, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইদ্রিস আলী, বিদ্যালয়ের শিক্ষকগণ, ছাত্র, অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।এছাড়া দক্ষিণ নড়াইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। এছাড়াও নড়াইলের লোহাগড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও লক্ষীপাশা আর এল পাশা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-২ সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, কোষাধ্যক্ষ আক্তার হোসেন মোল্যা (বাগডাঙ্গা), পৌর কমিশনার মাহাবুর আলম, যুবলীগ নেতা মিটুল কুন্ডু, বুলু প্রমুখ। জেলার ৩টি উপজেলার সরকারি-বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় বই উৎসব পালিত হয়। এই জেলায় মাদ্রাসা ও ভোকেশনালসহ মাধ্যমিক পর্যায়ে ৯ লাখ ৩৫ হাজর ৯২ পাঠ্যপুস্তক এবং এবতেদায়ী মাদ্রাসাসহ প্রাথমিক পর্যায়ে ৫ লাখ বই বিতরণ করা হবে।










