
উজ্জ্বল য়ার নড়াইল জেলা প্রতিনিধি
সুপ্রিমকোর্ট চত্বরে গ্রিক মূর্তি পূনঃস্থাপনের প্রতিবাদ এবং অপসারণের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশের বাঁধায় পন্ড হয়েছে। বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে মঙ্গলবার ১৩-৬-১৭,মঙ্গলবার জোহরের নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। তবে, পুলিশের বাঁধায় এ কর্মসূচী পন্ড হয়ে গেছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মাওলানা খায়রুজামান জানান, পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী নড়াইল পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। কী কারণে বাঁধা দিয়েছে তা আমাদের বোধগম্য নয়। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডাঃ নাসির উদ্দীন, সদর উপজেলা সাধারণ সম্পাদক আয়ূব হোসেন মিনা প্রমুখ।